রাসবিহারী মুখোপাধ্যায় (২৫-১-১৮২৬ — ১০-৪-১৮৯৫) তারপাশা–বিক্রমপুর-ঢাকা। অল্পবয়সে পিতামাতার মৃত্যু হলে পিতৃব্য তারকচন্দ্রের কাছে প্রতিপালিত হতে থাকেন। তিনি কুলীনবংশসস্তৃত। ছিলেন। দারিদ্রের কারণে অর্থের জন্য পিতৃব্য তাঁর আট বার বিবাহ দেন। এই ব্যাপারে বহুবিবাহ বিরোধী রাসবিহারীর মনে ভয়ানক ক্ষোভের সৃষ্টি হয়। তিনি কয়েকবছর ময়মনসিংহের জমিদারের তহশীলদারের কাজ করেন। পণপ্ৰথা, বহুবিবাহ, কৌলীন্যপ্ৰথা প্রভৃতি বিষয়ের কুফল আলোচনা করে ‘বল্লালসংশোধনী’ নামে গ্ৰন্থ রচনা করেন। এছাড়া কৌলিন্য কুপ্ৰথা বিষয়ক বহু গান রচনা করেন। লর্ড নৰ্থব্ৰুক ঢাকায় এলে তিনি এইসবের বিরুদ্ধে তাঁর অনুমোদন লাভে সমর্থ হন। পূর্ববঙ্গে এই আন্দোলন পরিচালনার জন্য তিনি ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর ও রেভা. জেমস লঙ-এর সমর্থন পান। নিজ পুত্রকন্যাকে তিনি অকুলীনস্থ সমাজে বিবাহ দিয়েছিলেন। তাঁর আত্মজীবনী ‘সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত’ (২ খণ্ড) গ্রন্থের আগাগোড়াই জুড়ে রয়েছে কৌলিন্য প্রথার বিরুদ্ধে তাঁর সংগ্রামের ইতিহাস। রচিত কাব্যগ্রন্থ : ‘রমনীরমণ’, ‘বিদ্যানিধি’, ‘শৈশবজ্ঞান চন্দ্ৰিকা’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« রাসবিহারী মিত্র ঠাকুর
« রাসবিহারী মিত্র ঠাকুর
পরবর্তী:
রাসবিহারী সেন, আদুবাবু »
রাসবিহারী সেন, আদুবাবু »
Leave a Reply