রাসবিহারী ঘোষ, স্যার (২৩-১২-১৮৪৫ — ২৮-২-১৯২১) খণ্ডঘোষ–বর্ধমান। জগদ্বন্ধু। বাঁকুড়া। হাই স্কুল থেকে ১৮৬০ খ্রী. এস্ট্রান্স, কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে ১৮৬৫ খ্রী. বি.এ. ১৮৬৬ খ্রী. প্ৰথম ভারতীয় হিসাবে ইংরেজীতে প্ৰথম শ্রেণীর অনার্সসহ এম.এ এবং ১৮৬৭ খ্ৰী. স্বর্ণপদকসহ আইন পাশ করে বহরমপুর কলেজে কিছুকাল অধ্যাপনা করেন। ১৮৭১ খ্রী Honours in Law পাশ করেন। ১৮৭২ খ্রী কলিকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন এবং অল্পদিনে খ্যাতনামা ব্যবহারজীবিরূপে প্রতিষ্ঠিত হন। স্যার আশুতোষ এবং ড. রাজেন্দ্ৰপ্ৰসাদ তাঁর সহকারী হিসাবে কাজ করেছেন। ১৮৭৫ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ঠাকুর আইন অধ্যাপক হয়ে Law of Mortgage in India সম্বন্ধে যেসব মূল্যবান বক্তৃতা দিয়েছিলেন সেগুলি প্রামাণ্য গ্ৰন্থরূপে স্বীকৃত হয়েছে। ইংল্যান্ড, ফ্রান্স, ইটালী প্রভৃতি দেশ ভ্ৰমণ করেছেন। ১৮৮৪ খ্রী. ডি-এল, ১৮৯৬ খ্রী. সিআইই’, ২৫-৬-১৯০৯ খ্রী. সিএসআই, এবং ৩-৬-১৯১৫ খ্রী. ‘নাইট’ উপাধি পান। দেশীয় শিল্পের উন্নতিকল্পে কলিকাতার কাছে একটি ম্যাচ ফ্যাক্টরী স্থাপন করেন। ১৯০৫ খ্ৰী. যে জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয় তিনি তার অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠার সময় থেকে মৃত্যুকাল পর্যন্ত (১৯০৬–২১) তার সভাপতি ছিলেন। ঐ প্রতিষ্ঠানের কারিগরী বিদ্যা সম্প্রসারণের জন্য এককালীন ১২ লক্ষ টাকা দান করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়েও বহু লক্ষ টাকা এবং দেশ ও সমাজহিতকর কাজে মুক্তহস্তে দান করেছেন। তিনি ১৮৯১ খ্রী. বড়লাটের শাসন পরিষদের সভাপতি এবং ১৯০৭ খ্রী. সুরাটে ও ১৯০৮ খ্রী. মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেস অধিবেশনে সভাপতি হয়েছিলেন। দেওয়ানী কাৰ্যবিধি আইন প্রণয়নে (১৯০৮) বিশেষ সাহায্য করেন। বিচারপতি স্যার বিপিনবিহারী এবং চিত্রশিল্পী সুরেশচন্দ্র তাঁর দুই সহোদর।
পূর্ববর্তী:
« রামেশ্বর বেরা
« রামেশ্বর বেরা
পরবর্তী:
রাসবিহারী বসু »
রাসবিহারী বসু »
Leave a Reply