রায়দুর্লভ বা মহারাজ দুর্লভরাম সোম (? –- ১৭৭০?)। আলিবর্দী খাঁর প্রধান বিশ্বস্ত কর্মচারী ও প্রিয় মন্ত্রী মহারাজ জানকীরাম। পিতারতত্ত্বাবধানে অল্প বয়সেই তিনি তৎকালীন রাজনৈতিক ব্যাপারে অভিজ্ঞ হয়েছিলেন। পিতারমৃত্যুর পর তিনি খালসা ও দেওয়ান-ই-তনের কাজে স্থায়িভাবে সর্বোচ্চ পদে নিয়োজিত হন। বাঙলার মসনদ ভাঙাগড়ার কাজে তাঁর অনেকখানি ক্ষমতা ছিল। মহারাজ নন্দকুমার প্রথমে তাঁর সহকারী বা খালসার পেশকার ছিলেন। ১৭৬৫ খ্রী. নবাব নজমউদ্দৌলা বার্ষিক বৃত্তি নিয়ে কোম্পানীর প্রস্তাবানুসারে মহম্মদ রেজা খাঁ, রায়দুর্লভ ও জগতশেঠের উপর সম্পূর্ণ রাজ্যভার ছেড়ে দেন। ইংরেজ পক্ষও তাদের শাসনে সন্তুষ্ট ছিলেন। ১৭৬৮ খ্রী. তাদের বার্ষিক বেতন নির্ধারিত হলে তিনি বর্ষিক ২ লক্ষ টাকা পান। ১৭৭০ খ্রী. পর্যন্ত নায়েব-নাজিম ছিলেন। অজ্ঞাত ও অখ্যাত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পূর্ববর্তী:
« রাস্তি শাহ্
« রাস্তি শাহ্
পরবর্তী:
রিফাত বিন সাত্তার »
রিফাত বিন সাত্তার »
Leave a Reply