রামেশ্বর বন্দ্যোপাধ্যায় (৮-২-১৯২৫ — ২১-১১-১৯৪৫) বাঘাড়া–ঢাকা। শৈলেন্দ্ৰমোহন। ১৯৪২ খ্রী. ‘ভারত-ছাড়’ আন্দোলনে অংশগ্ৰহণ করেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উদ্বুদ্ধ ছাত্রসমাজ আজাদ হিন্দ ফৌজের মুক্তির দাবিতে কলিকাতায় যে শোভাযাত্রা বার করে তাতে অংশগ্রহণ কালে তিনি পুলিসের গুলিতে মারা যান।
পূর্ববর্তী:
« রামেশ্বর চক্রবর্তী, ভট্টাচাৰ্য
« রামেশ্বর চক্রবর্তী, ভট্টাচাৰ্য
পরবর্তী:
রামেশ্বর বেরা »
রামেশ্বর বেরা »
Leave a Reply