রামেশ্বর চক্রবর্তী, ভট্টাচাৰ্য (আনুমানিক ১৬৬৭–১৭৪৮) যদুপুর–মেদিনীপুর। লক্ষ্মণ। ‘বেণীসংহার’ নাটক রচয়িতা বিখ্যাত ভট্টনারায়ণের বংশধর এবং শিবকীর্তন ‘শিবায়নে’র কবি। তাঁর প্রথম রচনা ‘সত্যনারায়ণ পাঁচালী’ (সত্যপীরের পাঁচালী!) বাঙালীর অতি প্রিয় ধৰ্মপুস্তক। যৌবনে তিনি কর্ণগড়ের রাজা রামসিংহের সভাসদ ও পুরাণ পাঠক ছিলেন। পরে রাজা রামসিংহের পুত্র রাজা হলে তিনি সভাকবির সম্মান লাভ করেন। এই সময়ে তাঁর ‘শিবায়ন’ গ্ৰন্থরচনা শেষ হয় (১৭১১)। তাছাড়া তাঁর রচিত ‘মহাভারতের শান্তিপর্বের একখানি পুঁথি সম্প্রতি পাওয়া গিয়েছে। তিনি রাজবংশের প্রতিষ্ঠিত মহামায়া ও অভয়ার মন্দিরের পূজারী তান্ত্রিক ব্ৰাহ্মণের নিকট দীক্ষা নিয়ে সিদ্ধি লাভ করেন। এজন্য ‘সাধক-কবি’ নামেও তিনি আখ্যাত ছিলেন। তাঁর মৃত্যুদিবস বৈশাখী পূর্ণিমায় আজও যদুপুর গ্রামের প্ৰান্তদেশে একটি বটগাছের তলায় অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন হয়। ১৭শ শতাব্দীর প্রথমার্ধে রামকৃষ্ণ নামে এক কবির রচিত ‘শিবায়ন’ পাওয়া যায়।
পূর্ববর্তী:
« রামেন্দ্রসুন্দর ত্ৰিবেদী
« রামেন্দ্রসুন্দর ত্ৰিবেদী
পরবর্তী:
রামেশ্বর বন্দ্যোপাধ্যায় »
রামেশ্বর বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply