রামানন্দ চট্টোপাধ্যায় (২৯-৫-১৮৬৫ — ৩০-৯-১৯৪৩) পাঠকপাড়া-বাঁকুড়া। শ্ৰীনাথ। খ্যাতনামা সাংবাদিক ও শিক্ষাবিদ। বাঁকুড়া জেলা স্কুল থেকে ১৮৮৩ খ্রী. এন্ট্রান্স, ১৮৮৫ খ্রী. সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফ-এ, ১৮৮৮ খ্রী. সিটি কলেজ থেকে বি.এ. এবং ১৮৯০ খ্রী. ইংরেজীতে অনার্স সহ এম.এ.পাশ করেন। প্রতি পরীক্ষাতেই বিশেষ কৃতিত্ব দেখান ও বৃত্তিলাভ করেন। ১৮৮৯ খ্রী. ব্ৰাহ্মধর্মে দীক্ষিত হন। তিনি ১৮৯৩–৯৫ খ্রী. সিটি কলেজ, ১৮৯৫–১৯০৫ খ্রী. এলাহাবাদ কায়স্থ পাঠশালা, ১৯২৪ – ২৫ খ্রী. বিশ্বভারতী প্রভৃতির অধ্যাপক এবং অধ্যক্ষ ছিলেন। এম.এ. পরীক্ষার পর তিনি ‘ধর্মসিন্ধু’ পত্রিকার সম্পাদনা করেন। ১৮৯২ খ্রী. ‘দাসী’ পত্রিকা প্ৰকাশিত হলে তিনি সম্পাদক নিযুক্ত হন। ঐ সময়েই নিজস্ব বাংলা ব্রেইল প্রথার উদ্ভাবন করেন। ১৮৯৫ খ্রী. জগদীশচন্দ্র বসুর সাহায্যে শিশু পত্রিকা ‘মুকুল’ প্রতিষ্ঠায় সমর্থ হন। শিবনাথ শাস্ত্রী ঐ পত্রিকার সম্পাদক ছিলেন। ১৮৯৭ খ্রী. তিনি ‘প্ৰদীপ’ পত্রিকার সম্পাদক হন। এলাহাবাদ প্ৰবাসকালে ১৯০১ খ্রী. বিখ্যাত মাসিক ‘প্রবাসী’ পত্রিকা প্ৰকাশ ও সম্পাদনা করেন। ১৯০৭ খ্রী. প্ৰকাশ করেন ইংরেজী মাসিক পত্রিকা মডার্ন রিভিউ। বাংলা ভাষায় অর্থনীতি আলোচনার সূত্রপাত তিনিই প্রথম করেন। ১৯১০ খ্রী. ব্ৰাহ্মসমাজের সাধারণ সম্পাদক এবং ১৯২২ খ্রী. সাধারণ ব্ৰাহ্মসমাজের সভাপতি হন। ১৯২৬ খ্রী. লীগ অফ নেশনস কর্তৃক আমন্ত্রিত হয়ে ইউরোপ যান।ণ ১৯২৭ খ্রী. ‘বিশাল ভারত’ হিন্দী পত্রিকা প্ৰকাশ করেন। ১৯২৩ খ্রী. ও ১৯৩১ খ্রী. এলাহাবাদে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের মূল সভাপতি, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং সেকেন্ডারী এড়ুকেশন রিফর্ম কমিটির সদস্য ছিলেন। জাতীয় স্বাৰ্থ সংরক্ষণে প্ৰণোদিত তিনি এদেশের বহু বিখ্যাত ব্যক্তির সংগ্রাম ও সাধনার পোষকতা করে গেছেন তাঁর পত্রিকার মাধ্যমে। সাংবাদিক হিসাবে নির্ভীক, নিরপেক্ষ এবং দৃঢ়চেতা ছিলেন। সাংবাদিকতার এই গুণের জন্য সরকারের কাছে তাঁকে বহুবার জরিমানা দিতে হয়েছে। সমসাময়িক রাজনৈতিক নেতাগণ এবং রবীন্দ্রনাথ, আচাৰ্য যদুনাথ সরকার প্রমুখ প্রায়ই নিজেদের করণীয় সম্পর্কে তাঁর পরামর্শ নিতেন। প্ৰতি ইংরেজী বা বাংলা মাসের ১লা তারিখ পত্রিকা প্ৰকাশের পদ্ধতি এবং ভারতীয় পদ্ধতি অনুসারে অঙ্কিত চিত্রকলার প্রকাশ তিনিই প্রথম প্রচলন করেন। রচিত পুস্তক ‘Towards Home Rule’।
পূর্ববর্তী:
« রামানন্দ গোসাঁই
« রামানন্দ গোসাঁই
পরবর্তী:
রামানন্দ বসু »
রামানন্দ বসু »
Leave a Reply