রামাক্ষয় চট্টোপাধ্যায়, রায়বাহাদুর (১৮২৯ -– ১৯১৪) শাকনাড়া-বর্ধমান। ১৪ বছর বয়সে কলিকাতায় এসে সংস্কৃত কলেজে ইংরেজী ও সংস্কৃত শিক্ষা করেন। ৫ বছরের জন্য সিনিয়র বৃত্তি লাভ করেন। ১৮৫৭ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সেই বছরই প্ৰবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। দেড় বছর প্রেসিডেন্সী কলেজে পড়ে তিনি প্ৰথমে বিদ্যাসাগর মহাশয়ের অধীনে ডেপুটি ইনস্পেক্টর অফ স্কুলস হিসাবে ও পরে ডেপুটি ম্যাজিষ্ট্রেট হিসাবে বাঙলা, বিহার ও ওড়িশার নানা জেলায় কাজ করেন। ১৮৬৬ – ৬৭ খ্রী. ওড়িশায় ও ১৮৭৪ খ্ৰী. বিহারে দুর্ভিক্ষের সময় ত্রাণকাৰ্য করে সুনাম অর্জন করেন। দক্ষতার জন্য সরকার তাঁর কার্যকাল দু’বছর বৃদ্ধি করেন। তিনি নিজগ্রামে দীঘি নির্মাণ, মাইনর স্কুল স্থাপন প্রভৃতি জনহিতকর কার্য করেন। তাঁর রচিত সংস্কৃত গ্ৰন্থ: ‘আত্মচিন্তন’ ও ‘আচার চিন্তন’; বাংলা গ্ৰন্থ: ‘পুলিশ ও লোকরক্ষা’। এছাড়া জ্যেষ্ঠভ্রাতা প্রেমচন্দ্রের জীবনী ও কবিতা-গ্ৰন্থ প্রকাশ করেন।
পূর্ববর্তী:
« রামাই পন্ডিত
« রামাই পন্ডিত
পরবর্তী:
রামানন্দ গোসাঁই »
রামানন্দ গোসাঁই »
Leave a Reply