রামলোচন দাস (পৌষ ১১৯৮ -– ৪-১০-১২৭৪ ব) তেরখি-ময়মনসিংহ। কৃষ্ণকান্ত। বাংলা, সংস্কৃত ও ফারসী ভাষায় বিশেষ বুৎপত্তি ছিল। এছাড়া প্রতিমাগঠন, চিত্রবিদ্যা ও তাঁরপাশা শিল্পও তিনি শিক্ষা করেছিলেন। বরাকপুরের মুনশী ও দিনাজপুর আদালতের সেরেস্তাদার ছিলেন। ‘প্ৰেমলহরী’, ‘সঙ্গীতরসোত্তর’, ‘সঙ্গীতামৃতসিন্ধু’, ‘ব্ৰহ্মবৈবর্তপুরাণ’ (পদ্যানুবাদ), ‘কল্কিপুরাণ’ (পদ্যানুবাদ) প্রভৃতি গ্রন্থের রচয়িতা। সঙ্গীতরচনা, বিদ্যানুরাগ ও পাণ্ডিত্যের জন্য দিনাজপুরে সুপরিচিত ছিলেন।
পূর্ববর্তী:
« রামলোচন ঘোষ
« রামলোচন ঘোষ
পরবর্তী:
রামশঙ্কর ভট্টাচার্য »
রামশঙ্কর ভট্টাচার্য »
Leave a Reply