রামরাম বসু (১৭৫৭ — ৭-৮১৮১৩) চুঁচুড়া-হুগলী। বাংলা গদ্যের আদি লেখক। ৮.৩, ১৭৮৭ খ্রী. তিনি মিশনারীদের বাংলা শেখানোর কাজ নেন। ১৭৯৩ খ্রী. উইলিয়ম কেরী কলিকাতায় এলে তিনি কেরীর মুনশী নিযুক্ত হন। এর আগেই তিনি ‘খ্রীষ্টস্তব’ রচনা করেন। ১৫-৬-১৭৯৫ খ্ৰী. কেরী মালদহ মদনাবাটী নীলকুঠির তত্ত্বাবধায়ক নিযুক্ত হলে তিনিও সঙ্গে যান। ১৮০০ খ্রী শ্ৰীরামপুরে ব্যাপটিস্ট মিশন মুদ্রাযন্ত্র স্থাপন ও বাংলা বিদ্যালয় খোলার উদ্যোগে এই বছরেরই জুন মাসে তাঁকে নিয়োগ করা হয়। ‘গসপেল মেসেঞ্জার’ গ্রন্থটি তিনি বাংলায় ‘হরকরা’ নামে কবিতায় অনুবাদ করেন। পরে এটি ইংরেজী, ওড়িয়া ও হিন্দীতেও অনূদিত হয়। এরপর ‘জ্ঞানোদয়’ কবিতাগ্রন্থ লেখেন। ১৮০২ খ্ৰী. দুইটি খ্ৰীষ্টসঙ্গীত অনুবাদ ও ১৮০৩ খ্রী. ‘খৃষ্টবিবরণামৃতং’ নামে কবিতায় খ্ৰীষ্টচরিত রচনা করেন। ১৮০১ খ্ৰী. ফোর্ট উইলিয়ম কলেজে সহকারী পণ্ডিতের চাকরি নেন। এখানেই ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ নামে গ্ৰন্থ রচনা করেন। ১৮০১ খ্রী. জুলাই মাসে এটি মুদ্রিত হয়। বাংলা অক্ষরে বাঙালী রচিত এটিই প্রথম মুদ্রিত মৌলিক গ্ৰন্থ। ১৮০২ খ্রী. ‘লিপিমালা’ গ্ৰন্থ রচনা করেন। বাংলা ও ফারসীতে যথেষ্ট জ্ঞান ছিল এবং কাজ চলার মত। ইংরেজী জানতেন। কেরীর বাংলা বাইবেলের পরিমার্জনা করেছিলেন।
পূর্ববর্তী:
« রামরবি মুখোপাধ্যায়, ডাঃ
« রামরবি মুখোপাধ্যায়, ডাঃ
পরবর্তী:
রামলোচন ঘোষ »
রামলোচন ঘোষ »
Leave a Reply