রামরঞ্জন চৌধুরী (? — ১১-১১-১৯৭০) মুর্শিদাবাদ। ১৯৪৭ খ্রী. দেশবিভাগের পর হাজার হাজার বাস্তুহারার ভূমিসংস্থান করে ভরণ-পোষণের দায়িত্ব নেন এবং শেষজীবনে ভূদানযজ্ঞে অংশ নেন। তাঁর প্রতিষ্ঠিত কলোনী এখন ‘বলরামপুর বাস্তুহারা কলোনী’ নামে খ্যাত। বহরমপুর মিউনিসিপ্যালিটি, জেলাবোর্ড প্রভৃতি বহু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« রামমোহন রায়
« রামমোহন রায়
পরবর্তী:
রামরবি মুখোপাধ্যায়, ডাঃ »
রামরবি মুখোপাধ্যায়, ডাঃ »
Leave a Reply