রামমাণিক্য বিদ্যালঙ্কার (? –- ২৬-৩-১৮৪৬) কালসকাঠি-বরিশাল। শঙ্কর তর্কবাগীশের ছাত্র। তাঁর সতীৰ্থ বাকলার কৃষ্ণানন্দ সার্বভৌমের সাফল্যে দেশত্যাগী হয়ে রতন রায়ের আশ্রয়ে ও কলিকাতায় এসে যশস্বী হয়েছিলেন। মৃত্যুকালে কলিকাতা সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক ছিলেন। শোনা যায়, কৃষ্ণানন্দ উত্তরবাদিরূপে এবং রামমাণিক্য পূর্বপক্ষবাদিরূপে সেকালে প্রসিদ্ধি লাভ করেছিলেন।
পূর্ববর্তী:
« রামভদ্র সার্বভৌম
« রামভদ্র সার্বভৌম
পরবর্তী:
রামমোহন ন্যায়বাগীশ »
রামমোহন ন্যায়বাগীশ »
Leave a Reply