রামভদ্র ন্যায়ালঙ্কার (১৭শ শতাব্দী) কুশদহ-চব্বিশ পরগনা। বিখ্যাত নৈয়ায়িক। কুশদহ বা কুশদ্বীপ পরগনায় তিনটি প্রধান পণ্ডিত-স্থান ছিল-মাটিকুমড়া, গৈপুর ও খাঁটুরা। তিনি মাটিকুমড়ার পুতিটুণ্ড-বংশীয় ছিলেন। খাঁটুরার পণ্ডিতদের মধ্যে রামরুদ্র ন্যায়বাচস্পতি ও গৌরমণি ন্যায়ালঙ্কারের নাম বিশেষ উল্লেখযোগ্য। রামভদ্র নদীয়ার নৈয়ায়িক গদাধর ভট্টাচার্যের সমকালীন ছিলেন। তখন তাদের নামে জনশ্রুতি ছিল ‘নদের গদা, কুশদহের ভদা’।
পূর্ববর্তী:
« রামব্ৰহ্মা তর্কতীর্থ, মহামহোপাধ্যায়
« রামব্ৰহ্মা তর্কতীর্থ, মহামহোপাধ্যায়
পরবর্তী:
রামভদ্র সার্বভৌম »
রামভদ্র সার্বভৌম »
Leave a Reply