রামব্রহ্ম সান্যাল (১৮৫০ – ১৩-১০-১৯০৮) মহুলা-মুর্শিদাবাদ। বৈদ্যনাথ। বহরমপুর কলেজ থেকে এস্ট্রান্স পাশ করে কলিকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে তিন বছর পড়েন। ডাক্তার হতে পারেন নি। কিন্তু এখানে পড়ার সময়ে উদ্ভিদবিজ্ঞান ও জীববিজ্ঞান পাঠে তাঁর ভবিষ্যৎ জীবনের পথ নির্ধারিত হয়। পশুপাখিদের জীবন তাঁর অনুসন্ধানের বিষয় হয়ে ওঠে। ক্রমে বিখ্যাত উদ্ভিদবিদ স্যার জর্জ বেনেটের সঙ্গে পরিচিত হন। ১৮৯০ খ্রী. কলিকাতা চিড়িয়াখানার নির্মাণ কাজ শেষ হয়। প্ৰখ্যাত উদ্ভিদবিদ কিং জর্জের অধীনে তিনি সেখানে কর্মরত থাকেন। ব্যক্তিগত অভিজ্ঞতা ও অধীত বিদ্যার সাহায্যে এই পশুশালা গড়ে তোলায় তাঁর বিশেষ অবদান আছে। ক্রমে পৃথিবীর জীববিজ্ঞানী মহলে তাঁর নাম পরিচিত হয়। ১৮৯৮ খ্রী. ইউরোপে অনুষ্ঠিত আন্তর্জাতিক জীববিজ্ঞানী সম্মেলনে তিনি ভারতের প্ৰতিনিধিরূপে যোগ দেন। তাঁর খ্যাতির সঙ্গে পদোন্নতিও ঘটে। তিনিই কলিকাতা পশুশালার প্রথম তত্ত্বাবধায়ক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থঃ ‘Management of Wild Animals in Captivity in Lower Bengal (1892)’। ‘Hours with Nature’ (1896) সাধারণের জন্য লিখিত (শিবপুর উদ্ভিদ উদ্যান, আলীপুর পশুশালা, পশুকক্ষ, ভারতীয় যাদুঘরসহ) বাঙলার প্রাকৃতিক সম্পদ ও জীবজগৎ সম্পর্কিত একখানি তথ্যপূর্ণ পুস্তক। ‘বিজ্ঞানপীঠ’ নামে একটি পাঠ্যপুস্তকও রচনা করেছিলেন।
পূর্ববর্তী:
« রামপ্ৰাণ গুপ্ত
« রামপ্ৰাণ গুপ্ত
পরবর্তী:
রামব্ৰহ্মা তর্কতীর্থ, মহামহোপাধ্যায় »
রামব্ৰহ্মা তর্কতীর্থ, মহামহোপাধ্যায় »
Leave a Reply