রামব্ৰহ্মা তর্কতীর্থ, মহামহোপাধ্যায় (১২৬২ — ১৩৪৪ ব) ঘুড়িষা-বীরভূম। রামনাথ বিদ্যারত্ন। বাল্যকালে অভাবের জন্য পড়াশুনার সুযোগ পান নি। ১৬/ ১৭ বছর বয়সে শ্বশুরালয় বর্ধমান জেলার কুমারডিহিতে গিয়ে ভগবানচন্দ্র ন্যায়রত্নের নিকট সংস্কৃত পাঠ আরম্ভ করেন। পরে কাশীধামে গিয়ে নব্যন্যায়ের পাঠ সমাপ্ত করে ‘তর্কতীর্থ’ উপাধি লাভ করেন। সুবক্তা ছিলেন। ১২৮৪ ব. নিজ বাড়িতে টোল স্থাপন করে ১৩৪২ বৰ্ণ পর্যন্ত অধ্যাপনায় রত থাকেন। ১৯২৮ খ্রী. তিনি ‘মহামহোপাধ্যায়’ উপাধি পান। এই উপাধি লাভের পর তাঁর চতুষ্পাঠীর নামকরণ হয় ‘মহামহোপাধ্যায় চতুষ্পাঠী’। তিনি স্বগ্রামে বিষ্ণুমন্দির, শিবমন্দির প্রভৃতি প্রতিষ্ঠা এবং চার বার গায়ত্রী পুরশ্চরণ করেছেন। ‘হরিনাম প্রচারিণী সভা’র (কেন্দুবিন্ধস্থ) বহুকাল সভাপতি ছিলেন। কাশীধামে মৃত্যু।
পূর্ববর্তী:
« রামব্রহ্ম সান্যাল
« রামব্রহ্ম সান্যাল
পরবর্তী:
রামভদ্র ন্যায়ালঙ্কার »
রামভদ্র ন্যায়ালঙ্কার »
Leave a Reply