রাম বসু (১৭৮৬ -– ১৮২৮) শালকিয়া-হাওড়া। রামলোচন। অল্পবয়স থেকেই তিনি কবিতা রচনা করতেন। প্রথমে তিনি ভবানী বেনে, নীলু ঠাকুর প্রমুখ কবিয়ালদের দলে গান করতেন। পরে নিজেই দল গঠন করেন। কৃষ্ণ-বিষয়ক ও শ্যামা-বিষয়ক গান রচনা করে প্ৰসিদ্ধ হয়েছিলেন। অনেকের মতে বিরহের সর্বাঙ্গীন সুপরিপটি ভাববৰ্ণনায় তিনি অদ্বিতীয় এবং লহরা রচনাতেও সিদ্ধহস্ত ছিলেন।
পূর্ববর্তী:
« রাম পাড়ুই
« রাম পাড়ুই
পরবর্তী:
রামকমল ন্যায়রত্ন »
রামকমল ন্যায়রত্ন »
Leave a Reply