রামনারায়ণ তর্করত্ন (২৬-১২-১৮২২ — ১৮৮৬) হরিনাভি-চব্বিশ পরগনা। রামধন শিরোমণি। তিনি বাঙলা ভাষায় প্রথম বিধিবদ্ধভাবে নাটক রচনা করে ‘নাটুকে রামনারায়ণ’ নামে খ্যাত হন। কলিকাতা সংস্কৃত কলেজের পাঠ শেষ করে তিনি হিন্দু মেট্রোপলিটান কলেজে প্রধান পণ্ডিতের পদে নিযুক্ত হন। দুই বৎসর পর সংস্কৃত কলেজে যোগদান করেন। ২৭ বছর কাজ করার পর অবসর-গ্ৰহণ করে নিজ গ্রাম হরিনাভিতে একটি চতুষ্পাঠী খুলে অধ্যাপনা শুরু করেন। দি বেঙ্গল ফিলহার্মোনি আকাদেমি কর্তৃক ‘কাব্যোপাধ্যায়’ উপাধি-ভূষিত ছিলেন। ‘পতিব্ৰতোপাখ্যান’ ও ‘কুলীনকুলসবর্স্ব’ (১৮৫৪) রচনা করে পুরস্কৃত হন। রচিত অন্যান্য উল্লেখযোগ্য নাটক : ‘রত্নাবলী’, ‘বেণীসংহার’, ‘অভিজ্ঞানশকুন্তলা’, ‘রুক্ষিণীহরণ’, ‘কংসবধ’, ‘নবনাটক’ প্রভৃতি। তাছাড়া ‘যেমন কর্ম তেমনি ফল’, ‘উভয় সঙ্কট’, ‘চক্ষুদান’ প্রভৃতি প্রহসনও রচনা করেন। সেকালের কলিকাতার ধনী ব্যক্তিদের নিজস্ব রঙ্গমঞ্চে তাঁর নাটক ও প্রহসনাদি অভিনীত হত।
পূর্ববর্তী:
« রামনারায়ণ তর্করত্ন
« রামনারায়ণ তর্করত্ন
পরবর্তী:
রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় »
রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply