রামনাথ সিদ্ধান্তপঞ্চানন, মহামহোপাধ্যায় (১২৩৬ — ১৩১২ ব.) পশ্চিমপাড়, কোটালিপাড়া-ফরিদপুর। রামকুমার ভট্টাচার্য। ‘আনন্দালতিকা’ নামক চম্পূকাব্য রচয়িতা (পত্নী জয়ন্তী দেবী সহযোগে)। নবদ্বীপে নৈয়ায়িক শ্ৰীরাম শিরোমণির নিকট নব্যন্যায় অধ্যয়ন করেন। তাঁর অদ্ভুত মেধা ও স্মরণশক্তির জন্য অধ্যাপক ও ছাত্ররা তাকে ‘পুঁথি’ বলে সম্বোধন করতেন। ‘সিদ্ধান্তপঞ্চানন’ উপাধি-ভূষিত হয়ে তিনি নিজ গ্রামে এসে টোল খোলেন এবং আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও বরাবর কয়েকজন ছাত্রকে আহার ও বাসস্থান দিয়ে অধ্যাপনায় ব্যাপৃত থাকেন। বিবিধ শাস্ত্রের অধ্যাপনায় তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর সময়ে নবদ্বীপ, বিক্রমপুর ও ভট্টাপল্লীর মতই কোটালিপাড়া প্ৰসিদ্ধ বিদ্যাপীঠ হয়ে উঠেছিল। তাঁর কৃতবিদ্য ছাত্রদের মধ্যে। মহামহোপাধ্যায় পার্বতীচরণ তর্কতীর্থ, মুলাজোড় কলেজের অধ্যক্ষ নিশিকান্ত তর্কতীর্থ, সীতানাথ সিদ্ধান্তবাগীশ, মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্তবাগীশ, প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। ১৮৯৭ খ্রী তিনি ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন। কোটালিপাড়া ঊনশিয়া গ্রামস্থ আৰ্যবিদ্যালয়ের তিনি প্রধান পৃষ্ঠপোষক এবং পশ্চিমপাড়স্থ ‘হরিহর বিদ্যালয়’ ও ‘শুভসাধিনী সভা’র স্থায়ী সভাপতি ছিলেন। কলিকাতায় মৃত্যু।
পূর্ববর্তী:
« রামনাথ বিদ্যারত্ন, মহামহোপাধ্যায়
« রামনাথ বিদ্যারত্ন, মহামহোপাধ্যায়
পরবর্তী:
রামনারায়ণ তর্করত্ন »
রামনারায়ণ তর্করত্ন »
Leave a Reply