রামানাথ বিশ্বাস (২২-৩-১৮৯৪ –- ১-১১-১৯৫৫) বানিয়াচঙ্গ—শ্ৰীহট্ট। বিরজানাথ। বানিয়াচঙ্গ হাইস্কুলে কিছু লেখাপড়া শিখে কৈশোরেই বিপ্লবী অনুশীলন সমিতিতে যোগ দেন। প্রথম মহাযুদ্ধে সেনাবাহিনীতে যোগ দিয়ে বাঙালী পল্টনের সঙ্গে মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে যান। ১৯২৪ খ্রী. পল্টন ছেড়ে মালয়ে কাজ নেন। ৭ই জুলাই ১৯৩১ খ্রী. সিঙ্গাপুর থেকে তাঁর বিশ্ব-পরিক্রমা শুরু। তিরিশের দশকের ঝঙ্কান্ধুব্ধ রাজনৈতিক বাতাবরণে প্রায় নিঃসম্বল অবস্থায় তিনি। পৃথিবীর একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরেছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন, তাদের কথা লিখেছেন। সাইকেলে চারটি মহাদেশ ভ্ৰমণ করেছেন। রচিত গ্রন্থের সংখ্যা ৩০খানির বেশি। ‘অন্ধকারের আফ্রিকা’, ‘আজকের আমেরিকা’, ‘জুজুৎসু জাপান’, ‘তরুণ তুর্কী’, ‘দুরন্ত দক্ষিণ আফ্রিকা’, ‘বিদ্রোহী বলকান’, ‘বেদুইনের দেশে’, ‘প্রশান্ত মহাসাগরে অশান্তি’, ‘ভিয়েতনামের বিদ্রোহী বীর’, ‘মালয়েশিয়া ভ্ৰমণ’, ‘মাও মাওয়ের দেশে’, ‘হলিউডের আত্মকথা’, ‘মরণবিজয়ী চীন’, ‘Tour Round the World without Money’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« রামানরসিংহ ঘোষ
« রামানরসিংহ ঘোষ
পরবর্তী:
রামু খাঁ »
রামু খাঁ »
Leave a Reply