রামনাথ বিদ্যারত্ন, মহামহোপাধ্যায় (১৮৪২ — ১-৪-১৯২১) খাসা—শ্ৰীহট্ট। রমানাথ তর্কসিদ্ধান্ত। শিক্ষারম্ভ পিতারচতুষ্পাঠীতে। পরে উক্ত জেলার বিখ্যাত পণ্ডিত রাজগোবিন্দ সার্বভৌমের চতুষ্পাঠীতে অধ্যয়ন করে ‘বিদ্যারত্ন’ উপাধি লাভ করেন। নিজ বাড়িতে ‘পঞ্চখণ্ড-খাসা টোল’ নাম দিয়ে একটি চতুষ্পাঠী খুলে অধ্যাপনায় বৃত হন। শাস্ত্ৰ অধ্যাপনা ছাড়াও সঙ্গীত-রচনায়, কীর্তনগানে, মৃদঙ্গবাদনে ও দেবমূর্তি-নির্মাণে দক্ষতা ছিল। বঙ্গানুবাদ সহ ‘স্মৃতি সন্দর্ভ’ নামে স্মৃতিশাস্ত্রের একটি মূল্যবান গ্ৰন্থ রচনা করেন। তিনি কলিকাতা সংস্কৃত অ্যাসোসিয়েশন, আসাম সুরমা উপত্যক সংস্কৃত বোর্ড ও ঢাকা সারস্বত সমাজের সদস্য ছিলেন। ১৯১৬ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন।
পূর্ববর্তী:
« রামনাথ তর্কসিদ্ধান্ত
« রামনাথ তর্কসিদ্ধান্ত
পরবর্তী:
রামনাথ সিদ্ধান্তপঞ্চানন, মহামহোপাধ্যায় »
রামনাথ সিদ্ধান্তপঞ্চানন, মহামহোপাধ্যায় »
Leave a Reply