রামনাথ তর্কসিদ্ধান্ত (১৮শ শতাব্দী)। অভয়ারাম তর্কভূষণ। নবদ্বীপে অধ্যাপনা করেন। ‘বুনো রামনাথ’ নামে প্ৰসিদ্ধ। শিক্ষাদান তাঁর জীবনের ব্রত ছিল। আর্থিক দুরবস্থার জন্য ছাত্রদের প্রতিপালন করে শিক্ষাদানে অসমর্থ একথা তিনি প্ৰকাশ করতেন। কিন্তু ছাত্ররা তাঁর শিক্ষাকৌশলে মুগ্ধ হয়ে নিজেরা কোনরকমে ভরণপোষণ চালিয়ে তাঁর টোলে অধ্যয়ন করতে আসতেন। ঐ সময়ে প্রধান প্রধান অধ্যাপক মাত্রেই রাজা কৃষ্ণচন্দ্রের কাছে বার্ষিক বৃত্তি পেতেন। রামনাথ নিজে কখনও সে বৃত্তির জন্য আবেদন করেন নি, বরং রাজা স্বয়ং বৃত্তি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করেছেন। রাজা কৃষ্ণচন্দ্র এবং শিবচন্দ্র ছাড়াও বহু সম্রান্ত ব্যক্তির দান তিনি অগ্রাহ্য করেছেন। আজও ভারতে ‘বুনো রামনাথ’কে শিক্ষকের আদর্শ বলা হয়।
পূর্ববর্তী:
« রামনাথ তর্করত্ন
« রামনাথ তর্করত্ন
পরবর্তী:
রামনাথ বিদ্যারত্ন, মহামহোপাধ্যায় »
রামনাথ বিদ্যারত্ন, মহামহোপাধ্যায় »
Leave a Reply