রামনাথ তর্করত্ন (১৮৪৭ — ১৯১০) শান্তিপুর-নদীয়া। কালিদাস, বিদ্যাবাগীশ। প্রাচীন পুথি-সংগ্ৰাহক ও সংস্কৃত কাব্য, নাটক, বেদান্ত, ন্যায় ও স্মৃতিশাস্ত্ৰ-বিষয়ক বিবিধ গ্রন্থের রচয়িতা। ১৮৭৩ খ্রী. এশিয়াটিক সোসাইটিতে তিনি প্রাচীন পুথি অনুসন্ধান ও সংগ্রহের কাজে নিযুক্ত হয়ে ২০ বছর ধরে ৪ হাজারেরও বেশী প্রাচীন দুপ্তপ্রাপ্য পুস্তক উদ্ধার ও সংগ্রহ করেন। তাঁরই প্রস্তুত তালিকাকে ভিত্তি করে রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায়—‘Notices of Sanskrit Manuscripts’ নামে একটি পুস্তিকা এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত হয়। ১৮৯১ খ্রী. ‘Age of Consent Bi৷’ আনীত হলে ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর সহ বহু পণ্ডিত সহবাস-সম্মতির বয়স ১০ থেকে বাড়িয়ে ১২ বছর করার বিরোধিতা করেন। রামনাথ তখন তাঁদের যুক্তি খণ্ডন করে ‘Opinion on the Garbhadhana Ceremony According to the Hindu Shastras delivered to the Government (১৮৯১)–এই ইংরেজী আখ্যায় সরল ও সহজবোধ্য বাঙলা গদ্যে একটি পুস্তিকা প্ৰকাশ করেন। তাঁর রচিত মহাকাব্য ‘বাসুদেববিজয়ম’ (১৮৮৩) পণ্ডিত ম্যাক্সমুলারের প্রশংসা লাভ করে। তাঁর খণ্ডকাব্য ‘বিলাপ লহরী’, প্ৰণয় কবিতার কোষকাব্য ‘আর্যলহরী’, স্মৃতিশাস্ত্রীয় নিবন্ধ ‘দেবীবিসর্জন-ব্যবস্থা’, নাটক ‘প্ৰভাতস্বপ্নম’ (১৯০৫) প্রভৃতি উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« রামধন তর্কপঞ্চানন
« রামধন তর্কপঞ্চানন
পরবর্তী:
রামনাথ তর্কসিদ্ধান্ত »
রামনাথ তর্কসিদ্ধান্ত »
Leave a Reply