রামধন তর্কপঞ্চানন (? — ১২৯১ ব.) কোঁড়কদি-ফরিদপুর। তিনি তাঁর গ্রামের সর্বজনবিদিত শেষ মহাপণ্ডিত। নবদ্বীপের মাধব তর্কসিদ্ধান্তের ছাত্র। তাঁর বিচারমূলক ‘বিধবাবেদননিষেধক’ গ্ৰন্থ ১২৭৪ ব. প্ৰকাশিত হয়। তাঁর বহু ছাত্রের মধ্যে কোঁড়কদির জানকীনাথ তর্করত্ন বেদান্তবাগীশ ও নকুলেশ্বর ন্যায়বাগীশ এবং নবদ্বীপের মহামহোপাধ্যায় আশুতোষ তর্কভূষণের নাম বিশেষ উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« রামদয়াল মজুমদার
« রামদয়াল মজুমদার
পরবর্তী:
রামনাথ তর্করত্ন »
রামনাথ তর্করত্ন »
Leave a Reply