রামদুলাল সরকার (১৭৫২ –- ১-৪-১৮২৫) রেকজানি (দমদমের নিকটবতী)-চব্বিশ পরগনা। বলরাম। খ্যাতনামা ব্যবসায়ী। বর্গীর হাঙ্গামার সময় পথের মধ্যে তাঁর জন্ম। বাল্যকালে পিতামাতার মৃত্যু হলে মাতামহীর সঙ্গে কলিকাতায় মদনমোহন দত্ত নামে জনৈক ধনীর গৃহে থাকেন এবং পরে মদনমোহনের সরকার হন। মনিবের হয়ে ড়ুবন্ত জাহাজ কেনার ব্যবসায় করতে গিয়ে একবার বিনা মূলধনে ১ লক্ষ টাকা পান এবং সে টাকা নিজে না রেখে মনিবের হাতে দেন। এই সততায় মনিব মুগ্ধ হয়ে তাকে এই লক্ষ টাকা দান করেন। পরে সেই অর্থে ব্যবসায় করে প্রভুত ধনশালী হয়ে ওঠেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠার জন্য ৩০ হাজার টাকা ও মাদ্রাজের দুৰ্ভিক্ষ নিবারণকল্পে কলিকাতা টাউনহলের সভায় লক্ষ টাকা দান করেন। কলিকাতায় নিজ বাসভবনে ও বেলগাছিয়ায় অতিথিশালা স্থাপন করেছিলেন। প্ৰায় দু লক্ষ টাকা ব্যয়ে বারাণসীতে ১৩টি শিবমন্দির প্রতিষ্ঠা তাঁর অপর কীর্তি। অষ্টাদশ শতকের শেষদিকে প্ৰধানত তাঁরই মাধ্যমে বাঙলাদেশের সঙ্গে আমেরিকার বহির্বাণিজ্যের যোগাযোগ ঘটে। চীন থেকে ইংল্যান্ড-আমেরিকা পর্যন্ত বণিকমহলে তাঁর যথেষ্ট খ্যাতি ছিল।
পূর্ববর্তী:
« রামদুলাল রায় (নন্দী)
« রামদুলাল রায় (নন্দী)
পরবর্তী:
রামদেব স্মৃতিতীৰ্থ »
রামদেব স্মৃতিতীৰ্থ »
Leave a Reply