রামদাস সেন (১০-১২-১৮৪৫ – ১৯-৮-১৮৮৭) মুর্শিদাবাদ। লালমোহন। প্রধানত বাড়িতে ও কিছুদিন বহরমপুর কলেজে শিক্ষালাভ করেন। সংস্কৃত জানতেন। ১৮৬৪ খ্ৰী. স্ত্রীর মৃত্যুতে তিনি ‘বিলাপতরঙ্গ’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন। এপ্রিল ১৮৭২ খ্রী. বহরমপুর থেকে ‘বঙ্গদর্শন’ পত্রিকা প্ৰকাশিত হলে বঙ্কিমচন্দ্রের অনুরোধে তিনি পুরাতত্ত্ব বিষয়ে কয়েকটি প্রবন্ধ রচনা করেন। ‘বঙ্গদর্শন’ ছাড়াও ‘নবজীবন’, ‘নব্যভারত’, ‘চারুবার্তা’, ‘এন্টিকোয়ারি’ প্রভৃতি পত্রিকায় বহু প্রবন্ধ প্ৰকাশ করেছেন। ১৮৮৫ খ্রী. ইউরোপ ভ্ৰমণে যান। পুরাতত্ত্ব-বিষয়ক গবেষণার জন্য ইটালীর ফ্লোরেনটিনো অ্যাকাডেমি তাকে ‘ডক্টর’ উপাধি দেয়। এশিয়াটিক সোসাইটি, অ্যাগ্রি-হটিকালচারাল সোসাইটি অফ ইণ্ডিয়া, সংস্কৃত টেক্সট সোসাইটি অফ লন্ডন, ওরিয়েন্টাল কংগ্রেস ও ফ্লোরেন্সের অ্যাকাডেমিয়া ওরিয়েন্টাল প্রভৃতির সভ্য ছিলেন। তিনি ‘তত্ত্বসঙ্গীতলহরী’, ‘চতুর্দশপদী কবিতামালা’, ‘বুদ্ধদর্শন’, ‘ভারতবর্ষের পুরাবৃত্তি সমালোচনা’, ‘মহাকবি কালিদাস’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা। বহরমপুর কলেজের অন্যতম ট্রাস্ট ছিলেন।
পূর্ববর্তী:
« রামদাস বাবাজী
« রামদাস বাবাজী
পরবর্তী:
রামদুলাল রায় (নন্দী) »
রামদুলাল রায় (নন্দী) »
Leave a Reply