রামদাস বাবাজী। বর্তমান শতাব্দীর নাম-সংকীর্তনযজ্ঞের নব.উদগাতা। সাধক অপেক্ষা গায়ক হিসাবেই তাঁর প্রসিদ্ধি বেশী ছিল। ভারতের, বিশেষ করে বাঙলার সংস্কৃতিবাহী লুপ্ত তীর্থগুলির পুনঃসংস্কার তাঁর সাধক-জীবনের উল্লেখযোগ্য কীর্তি। বরাহনগর মালিপাড়ায় অবস্থিত গৌর-পদাঙ্কিত ভূমি ভাগবত আচার্যের পাটবাড়িকে তিনি নবজীবন দান করেছিলেন।
পূর্ববর্তী:
« রামতারণ সান্যাল
« রামতারণ সান্যাল
পরবর্তী:
রামদাস সেন »
রামদাস সেন »
Leave a Reply