রামদয়াল মজুমদার (১৮৫৮ — ১৯৩৮) পিতা-ঈশানচন্দ্ৰ। ১৮৮৬ খ্রী. এম.এ পাশ করে সিটি কলেজ ও আর্য মিশন ইনস্টিটিউশনে অধ্যাপনা করেন। পরে টাঙ্গাইল কলেজের অধ্যাপক হন। ১৩১৩–৪৫ ব. পর্যন্ত ‘উৎসব’ মাসিক পত্রিকা সম্পাদনা করেন। রচিত গ্রন্থঃ ‘শ্রীগীতা’, ‘গীতা-পরিচয়’, ‘ভারত-সমর’, ‘ভদ্রা’, ‘বিচারচন্দ্ৰোদয়’, ‘নিত্যসঙ্গী ও মনোবৃত্তি, ‘সাবিত্রী ও উপাসনাতত্ত্ব’ ‘অযোধ্যাকাণ্ডে কৈকেয়ী’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« রামদেব স্মৃতিতীৰ্থ
« রামদেব স্মৃতিতীৰ্থ
পরবর্তী:
রামধন তর্কপঞ্চানন »
রামধন তর্কপঞ্চানন »
Leave a Reply