রামতারণ সান্যাল। বিখ্যাত সঙ্গীতাচার্য ও মঞ্চাভিনেতা। বিভিন্ন গীতিনাট্যের সুর ও তাল শিক্ষা দিতেন। নাট্যজগতে প্ৰথম সুরারোপ করেন ‘আদর্শসতী’ নাটকে। এই নাটকে সত্যবানের ভূমিকায় এবং ‘কামিনীকুঞ্জ’ নাটকে শ্ৰীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করতেন। তাঁর নৈপুণ্যে ন্যাশনাল থিয়েটারে বহু গীতিনাট্য সুঅভিনীত হয়েছে। মঞ্চে অভিনয়ের চেয়ে সঙ্গীতের তাল মাত্ৰা প্রভৃতিতে বেশি মনোযোগ দিতেন। বহু অভিনেত্রীর সঙ্গীত-শিক্ষক ছিলেন।
পূর্ববর্তী:
« রামতনু লাহিড়ী
« রামতনু লাহিড়ী
পরবর্তী:
রামদাস বাবাজী »
রামদাস বাবাজী »
Leave a Reply