রামজয় তর্কালঙ্কার (? –- ৩-১২-১৮৫৭) মেদিনীপুর। পণ্ডিত মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার। তিনি ইংরেজী ভাষায় সুপণ্ডিত ছিলেন। ১৯১৬ – ১৯ খ্রী. পর্যন্ত কলিকাতা ফোর্ট উইলিয়ম কলেজে বাংলা বিভাগের অধ্যক্ষ ও ১৮১৯–৫৭ খ্রী. পর্যন্ত সুগ্ৰীম কোর্টের জাজপণ্ডিত। ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘সাংখ্যাভাষ্য সংগ্ৰহ’, ‘দায়কৌমুদী’, ‘দত্তকৌমুদী’, ‘ব্যবস্থা সংগ্রহ’ এবং ‘বেদান্তচন্দ্ৰিকা’র ইংরেজী অনুবাদ।
পূর্ববর্তী:
« রামজীবন বিদ্যাভূষণ
« রামজীবন বিদ্যাভূষণ
পরবর্তী:
রামতনু লাহিড়ী »
রামতনু লাহিড়ী »
Leave a Reply