রামচাঁদ মুখোপাধ্যায় — জোড়াসাঁকো-কলিকাতা। তিনি সঙ্গীতবিদ্যায় পারদর্শী কয়েকজন ভদ্রসন্তান নিয়ে ‘নন্দবিদায়’ নামে একটি নতুন ধরনের যাত্রাপালার অভিনয় শুরু করেন (মার্চ ১৮৪৯)। গতানুগতিক যাত্রা থেকে এর স্বাতন্ত্র্য ছিল—ততে মেয়েদের ভূমিকায় মেয়েরাই অভিনয় করত। তিনি প্ৰথম অবস্থা থেকে জোড়াসাঁকোর হাফ-আখড়াই দলের সম্পাদকতা করেন। নিজে সুরসিক কবি ও সঙ্গীতবিদ্যায় পারদর্শী ছিলেন। ‘নন্দবিদায়’ যাত্রার গীত ও সুর তিনিই প্ৰস্তুত করেছিলেন।
পূর্ববর্তী:
« রামচন্দ্ৰ মিত্ৰ
« রামচন্দ্ৰ মিত্ৰ
পরবর্তী:
রামচাঁদ সামন্ত »
রামচাঁদ সামন্ত »
Leave a Reply