রামচন্দ্ৰ মিত্ৰ (১৮১৪ –- ১৮৭৪) হিন্দু কলেজের কৃতী ছাত্র এবং উক্ত কলেজেই অধ্যাপনা শুরু করেন। বিটন সোসাইটির সম্পাদক ছিলেন। ১৮৬৪ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং জাস্টিস অফ দি পীস নির্বাচিত হন। তাঁর রচিত পুস্তক : ‘মনোরম পাঠ্য’, ‘পাঠামৃত’, ‘ইংরেজীর প্রাথমিক গ্রামার’ প্রভৃতি। এ ছাড়া তিনি পক্ষিতত্ত্ব-বিষয়ে ‘পক্ষীর বিবরণ’ নামে একটি গ্রন্থও রচনা করেছিলেন। বঙ্গাক্ষরে ইউরোপের মানচিত্ৰ প্ৰকাশ করেন। তাঁর বিশেষ কৃতিত্ব ‘পশ্বাবলী মাসিক পত্রিকা প্রকাশ ও পরিচালনা (২য় পৰ্যায়)। কিছুদিন ‘জ্ঞানান্বেষণ’ পত্রিকার পরিচালক ও ‘জ্ঞানোদয়’ মাসিক পত্রিকার প্ৰকাশক ছিলেন।
পূর্ববর্তী:
« রামচন্দ্ৰ বিদ্যাবিনোদ, কবিরাজ
« রামচন্দ্ৰ বিদ্যাবিনোদ, কবিরাজ
পরবর্তী:
রামচাঁদ মুখোপাধ্যায় »
রামচাঁদ মুখোপাধ্যায় »
Leave a Reply