রামচন্দ্ৰ বিদ্যাবিনোদ, কবিরাজ (১৮৬২ — ১৯০২) কুমারখালি-নদীয়া। প্রবেশিকা, এফ.এ. এবং সংস্কৃত ও আয়ুর্বেদশাস্ত্রের পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করেন। পাশ্চাত্য চিকিৎসাশাস্ত্রেও তাঁর দক্ষতা ও রোগনির্ণয়ে অসাধারণ ক্ষমতা ছিল। কলিকাতায় আয়ুৰ্বেদীয় চিকিৎসা শুরু করেন। সংস্কৃত, বাংলা ও ইংরেজী ভাষায় বুৎপত্তি ছিল। চাণক্য শ্লোকের বাংলা ও ইংরেজী অনুবাদ করে খ্যাতি অর্জন করেন। ‘খাষি মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন। ‘হিতকথা’, ‘প্রকৃতির শিক্ষা’, ‘নীতিস্তবক’, ‘দ্রব্যগুণ-বারিধি’, ‘আয়ুৰ্বেদ চিকিৎসা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা।
পূর্ববর্তী:
« রামচন্দ্ৰ দত্ত
« রামচন্দ্ৰ দত্ত
পরবর্তী:
রামচন্দ্ৰ মিত্ৰ »
রামচন্দ্ৰ মিত্ৰ »
Leave a Reply