রামচন্দ্র দাশগুপ্ত (১২৮৫ –- ১৩২৬ ব.) মাহিলারা—বরিশাল। গোবিন্দচন্দ্র। ব্ৰজমোহন স্কুলের ছাত্র; ঐ কলেজে এফ.এ. পর্যন্ত শিক্ষালাভ করে বিএম স্কুলে শিক্ষকতা করেন। তিনি স্বদেশী আন্দোলনে। সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ও বহু স্বদেশী গান রচনা করেন। মহাত্মা অশ্বিনীকুমারের বিশেষ অনুরাগী ও অসাধারণ বক্তা ছিলেন। তাঁর রচিত পুস্তক; ‘জাগরণ’, ‘দীক্ষা’ ও ‘দৈববাণী’।
পূর্ববর্তী:
« রামচন্দ্র তর্কালঙ্কার
« রামচন্দ্র তর্কালঙ্কার
পরবর্তী:
রামচন্দ্র বিদ্যাবাগীশ »
রামচন্দ্র বিদ্যাবাগীশ »
Leave a Reply