রামচন্দ্ৰ দত্ত (১৮৫১ — ১৮৯৮)। কলিকাতা। নৃসিংহপ্রসাদ। ক্যাম্বেল মেডিক্যাল স্কুল থেকে প্রশংসার সঙ্গে পরীক্ষা পাশ করে প্রতাপনগরে ডাক্তার নিযুক্ত হন। সি এফ. উডের কাছে রসায়নশাস্ত্ৰ শেখেন। ১৮৫৭ খ্রী. মেডিক্যাল কলেজে রসায়ন গবেষণাগারে কুইনাইন রিসার্চ প্রফেসরের সহকারী এবং শেষে মেডিক্যাল কলেজের রসায়ন শাস্ত্রের অধ্যাপক হন। এইসময় কৃমি ও জ্বরের প্রতিকারে কুটজ বা কুড়চি থেকে ‘কুড়চিসীন’ আবিষ্কার করেন। ডা. মহেন্দ্ৰলাল সরকারের প্রতিষ্ঠিত বিজ্ঞানশালায়ও রসায়নশাস্ত্রের উপদেশ দিতেন। প্ৰথমে তিনি কেশবচন্দ্রের ধর্মমতে আকৃষ্ট হলেও পরে রামকৃষ্ণদেবের শিয্য হন। ‘তত্ত্বমঞ্জরী’ পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর রচিত প্ৰসিদ্ধ গ্ৰন্থ : ‘তত্ত্বপ্ৰকাশিকা’ ও ‘রাসায়নবিজ্ঞান’। তাঁর বাংলা বক্তৃতাবলীও প্ৰকাশিত হয়েছে। রামকৃষ্ণদেবের দেহাবশেষ-বিভূতি তাঁর কাঁকুড়গাছি বাগানে সমাধিস্থ করা হয়েছিল। ঐ স্থান ‘যোগোদ্যান’ নামে পরিচিত।
পূর্ববর্তী:
« রামচন্দ্ৰ চক্রবর্তী
« রামচন্দ্ৰ চক্রবর্তী
পরবর্তী:
রামচন্দ্ৰ বিদ্যাবিনোদ, কবিরাজ »
রামচন্দ্ৰ বিদ্যাবিনোদ, কবিরাজ »
Leave a Reply