রামচন্দ্ৰ চক্রবর্তী (১৮০৩ — ১৮৬১) কলিকাতা। ধনী পরিবারে জন্ম। শৌখিন বাদকরূপে উত্তরভারতের প্রসিদ্ধ পাখোয়াজী লালা কেবলকিষণের কাছে পাখোয়াজ শেখেন। তাঁর দুই অনুজ নিমাই এবং নিতাইও পাখোয়াজী ছিলেন। তাঁর ও নিতাইয়ের দুই শিষ্য কেশব মিশ্র ও মুরারি গুপ্ত। বাঙলার মৃদঙ্গবাদন তাদের, শিষ্য-প্রশিষ্যের মাধ্যমেই টিকে আছে। সেই হিসাবে তিনিই বাঙলার আদি মৃদঙ্গাচাৰ্য। কোন কোন গ্রন্থে গোলাম আব্বাসকে বাঙলায় মৃদঙ্গচৰ্চার প্রবর্তক বলা হয়েছে। গোলাম আব্ববাস তাঁর সময়ে কলিকাতায় থেকে রাজা রামমোহনের বাড়িতে সঙ্গত করতেন, একথা সত্য হলেও তাঁর কোন শিষ্য বা ঘরানার উত্তরাধিকারী নেই ব’লেই মনে হয়। উত্তরভারতের শ্রেষ্ঠ পেশাদার পাখোয়াজীদের সঙ্গে শিল্পী রামচন্দ্রের সমকক্ষতার দাবি ছিল।
পূর্ববর্তী:
« রামচন্দ্ৰ কবিভারতী
« রামচন্দ্ৰ কবিভারতী
পরবর্তী:
রামচন্দ্ৰ দত্ত »
রামচন্দ্ৰ দত্ত »
Leave a Reply