রামচন্দ্র কবিরাজ (১৫০৬? — ১৬১২) শ্ৰীখণ্ড-বর্ধমান। চিরঞ্জীব সেন। শ্ৰীনিবাস আচার্যের শিষ্য। শ্ৰীজীব গোস্বামী তাঁর কবিত্ব দেখে তাকে ‘কবিরাজ’ উপাধি দিয়েছিলেন। তিনি ‘অষ্ট কবিরাজের’ অন্যতম। ‘পদকল্পলতিকা’য় তাঁর রচিত বাংলা পদ পাওয়া যায়। রচিত গ্ৰন্থ : ‘স্মরণদৰ্পণ’, ‘বঙ্গজয়’, ‘সাধনচন্দ্ৰিকা’, ‘শ্ৰীনিবাস আচার্যের জীবনচরিত’ প্ৰভৃতি।
পূর্ববর্তী:
« রামগোপাল ঘোষ
« রামগোপাল ঘোষ
পরবর্তী:
রামচন্দ্র তর্কালঙ্কার »
রামচন্দ্র তর্কালঙ্কার »
Leave a Reply