রামচন্দ্ৰ কবিভারতী (১৩শ শতাব্দী)। রেবতীগ্রাম-বরেন্দ্ৰভূমি। ব্ৰাহ্মণকুলে জন্ম। ধর্ম, পুরাণ, ব্যাকরণ, অলঙ্কার ও ন্যায়শাস্ত্ৰে পণ্ডিত ছিলেন। ১২৪৫ শ্ৰী লঙ্কায় যান। সিংহলের প্রধান পণ্ডিত শ্ৰী রাহুল সঙ্ঘরাজের কাছে বৌদ্ধধর্মে দীক্ষিত হন। সিংহলরাজ পরাক্রমবাহু ২য় তাকে ‘‘বুদ্ধগমচক্রবর্তী’ উপাধি দেন। এবং সিংহলের সমস্ত বৌদ্ধ মঠের অধ্যক্ষ ও ধর্মোপদেশক হন। সিংহলবাসিগণ তাঁকে দেবতাজ্ঞানে পূজা করতেন। তিনি সিংহলের তোটগমপুরাণ বিহারে বাস করতেন। রচিত গ্রন্থ: ‘বৃত্তরত্নাকর পঞ্জিকা’, ‘বৃত্তমালা’, ‘বৃত্তরত্নাকর’ (টীকা), ‘ভক্তিশতক’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« রামচন্দ্র রায় বীরবার
« রামচন্দ্র রায় বীরবার
পরবর্তী:
রামচন্দ্ৰ চক্রবর্তী »
রামচন্দ্ৰ চক্রবর্তী »
Leave a Reply