রামগতি ন্যায়রত্ন (৪-৭-১৮৩১ — ৯-১০-১৮৯৪) ইলছোবা-হুগলী। হলধর চূড়ামণি। তিনি ১৮৫৪ খ্রী. সংস্কৃত কলেজে ভর্তি হন। ১৮৫৬ খ্রী. ‘ন্যায়রত্ন’ উপাধি পান। বর্ধমান গুরু ট্রেনিং স্কুলে, বহরমপুর কলেজে অধ্যাপনা করেছেন। হুগলী নর্মাল স্কুলের প্রধান শিক্ষক থাকাকালে কর্মজীবন শেষ করেন। তিনি নিজগ্রামে বিদ্যালয়, চিকিৎসালয় ও ডাকঘর স্থাপন করেন। বাংলা সাহিত্যে তাঁর সর্বাধিক উল্লেখযোগ্য গ্ৰন্থ ‘বাংলাভাষা ও বাংলা সাহিত্য-বিষয়ক প্ৰস্তাব’ (১ম ভাগ ১৮৭২)। তাঁর রচিত অন্যান্য গ্ৰন্থ: ‘অন্ধকূপ হত্যার ইতিহাস’, ‘বাঙ্গালা ইতিহাস’, ‘বাঙ্গালা ব্যকরণ’, ‘ঋজুব্যাখ্যা’, ‘দয়মন্তী’, ‘মার্কণ্ডেয় চণ্ডীর অনুবাদ’, ‘ভারতবর্ষের সংক্ষিপ্ত ইতিহাস এবং গোষ্ঠী কথা’ প্রভৃতি। ‘রোমাবতী’ (১৮৬২) ও ‘ইলছোবা’ (১৮৮৮) তাঁর লেখা দুখানি মৌলিক আখ্যায়িকা গ্রন্থ।
পূর্ববর্তী:
« রামকেশব ভট্টাচাৰ্য
« রামকেশব ভট্টাচাৰ্য
পরবর্তী:
রামগতি সেন »
রামগতি সেন »
Leave a Reply