রামকেশব ভট্টাচাৰ্য (১৮০৮–১৮৫০) বিষ্ণুপুর। সঙ্গীতজ্ঞ রামশঙ্কর। ধ্রুপদীয়া-রূপে কুচবিহার রাজ-দরবার ও কলিকাতায় সাতুবাবুর (আশুতোষ দেব) সঙ্গীত-দরবারে নিযুক্ত ছিলেন। তিনি বিষ্ণুপুরে এস্রাজবাদন চালু করেন। কলিকাতায় সাতুবাবুর গৃহে অবস্থানকালে শহরের সঙ্গীত-পিপাসু মহলে বিষ্ণুপুরী ধ্ৰুপদ ও এস্রাজ শোনাতেন। তাঁর রচিত এস্রাজ বাজনার কয়েকটি গৎ রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় রচিত ‘এসরাজ তরঙ্গ’ গ্রন্থে পাওয়া যায়।
পূর্ববর্তী:
« রামকৃষ্ণ সিংহবাহাদুর
« রামকৃষ্ণ সিংহবাহাদুর
পরবর্তী:
রামগতি ন্যায়রত্ন »
রামগতি ন্যায়রত্ন »
Leave a Reply