রামকৃষ্ণ ভট্টাচাৰ্য, চক্রবর্তী, জগদগুরু (১৬শ শতাব্দী)। শ্ৰীহট্ট। রঘুনাথ শিরোমণির সাক্ষাৎ শিষ্য কাশীনিবাসী এই মহানৈয়ায়িকের নাম বাঙলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাঁর কোন টীকা-গ্রন্থের প্রতিলিপি নবদ্বীপাদি স্থানে আবিষ্কৃত হয় নি। রামকৃষ্ণ-রচিত ‘ন্যায়দীপিকা’ গ্রন্থে গ্ৰন্থকারের উপাধি ছিল তর্কাবতংস। আইনী-আকবরী গ্রন্থে তার্কিকদের যে নাম পাওয়া যায় তার মধ্যে রামকৃষ্ণের নাম পঞ্চম। এই তর্কাবতংস ও ভট্টাচাৰ্য-চক্রবর্তী অভিন্ন বলে মনে করা হয়।
পূর্ববর্তী:
« রামকৃষ্ণ বিশ্বাস
« রামকৃষ্ণ বিশ্বাস
পরবর্তী:
রামকৃষ্ণ রায় »
রামকৃষ্ণ রায় »
Leave a Reply