রামকৃষ্ণ বিশ্বাস (? — ৪-৮১৯৩১) সারোয়াতলী—চট্টগ্রাম। দুৰ্গাকৃপা। গুপ্ত বিপ্লবী দলের সভ্য ছিলেন। ১৯২৮ খ্রী. নিজ জেলার মধ্যে প্ৰবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ‘মাস্টারদা’র (সূর্য সেন) দলের সভ্য হিসাবে ফেব্রুয়ারী ১৯৩০ খ্রী. বোমাপ্রস্তুত করবার সময় সাংঘাতিকভাবে আহত হন। মাস্টারদার নির্দেশে ১, ১২-১৯৩০ খ্রী. তিনি এবং কালী চক্রবর্তী চাঁদপুর স্টেশনে ইনস্পেক্টর জেনারেল ক্রেগকে হত্যা করতে গিয়ে ভুল করে পুলিস অফিসার তারিণী মুখার্জীকে হত্যা করেন। ২২ মাইল দূরে গিয়ে ধরা পড়েন। ফাঁসিতে মৃত্যু।
পূর্ববর্তী:
« রামকৃষ্ণ পরমহংসদেব, শ্ৰীশ্ৰী
« রামকৃষ্ণ পরমহংসদেব, শ্ৰীশ্ৰী
পরবর্তী:
রামকৃষ্ণ ভট্টাচাৰ্য, চক্রবর্তী, জগদগুরু »
রামকৃষ্ণ ভট্টাচাৰ্য, চক্রবর্তী, জগদগুরু »
Leave a Reply