রামকৃষ্ণ তর্কতীর্থ, মহামহোপাধ্যায় (শ্রাবণ, ১২৮৩ –- ১১-৮-১৩৫৮ ব.) কৃষ্ণপুর-ঢাকা। দীননাথ ভট্টাচার্য। নবদ্বীপে নব্যন্যায় উপাধি পরীক্ষায় প্রথম বিভাগে প্ৰথম হয়ে স্বর্ণকেয়ুর ও পুরস্কার পান। ১৩০৪ বৰ্ণ কাশীতে সংস্কৃত কলেজে কয়েক বছর অধ্যয়ন করেন। নিজ গ্রামে চতুষ্পাঠী খুলে ১৩২৬ বৰ্ণ পর্যন্ত অধ্যাপনায় বৃত থাকেন। ১৯১০–১৯২০ খ্ৰী. পর্যন্ত তিনি পূর্ববঙ্গ সারস্বত সমাজের অন্তর্ভুক্ত চতুষ্পাঠীতে অধ্যাপকরূপে কাজ করেন। স্বদেশী আন্দোলনের সময় কয়েক বছর কুটিরশিল্পের উন্নতির জন্য নিজ হাতে সূতা কাটা, নিজ তত্ত্বাবধানে বস্ত্র বয়ন, লিখবার কালি, পারাশূন্য সিন্দূর, কাপড়-কাচা সাবান ইত্যাদি প্ৰস্তুতকর্মে ও প্রচারে ব্যাপৃত ছিলেন। ১৩২৭ ব. থেকে তিনি রাজশাহীর হেমন্তকুমারী সংস্কৃত কলেজে ৭ বছর ও তারপর বেলুড় রামকৃষ্ণ মঠের চতুষ্পাঠিতে নব্যন্যায় অধ্যাপনার কাজ করেন। স্বামী ওঙ্কারানন্দ তাঁর শিষ্য ছিলেন। এই সময়ে তিনি অস্পৃশ্যতা আন্দোলনে যুক্ত হন। সবশেষে ত্রিপুরার মহারাজার দ্বারপণ্ডিতের পদ লাভ করেন। রচিত গ্ৰন্থ: ‘কুসুমাঞ্জলিসৌরভম’, শনির পাঁচালীর সংস্কৃত অনুবাদ ও ‘নরনারায়ণ’ (বাংলা)। ১৯৩২ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন।
পূর্ববর্তী:
« রামকৃষ্ণ চক্রবর্তী
« রামকৃষ্ণ চক্রবর্তী
পরবর্তী:
রামকৃষ্ণ দাস »
রামকৃষ্ণ দাস »
Leave a Reply