রামকৃষ্ণ চক্রবর্তী (? — ১৯৩৬) ধলঘাট—’চট্টগ্রাম। নবীন। বিপ্লবী দলের সক্রিয় কর্মী। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের নেতা সূর্য সেন ও তাঁর তিনজন সঙ্গীকে আশ্রয় দেওয়ার অপরাধে পুলিস জুন ১৯৩২ খ্রী. তাকে গ্রেপ্তার করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। মেদিনীপুর সেন্ট্রাল জেলে যক্ষ্মারোগে মৃত্যু। মৃত্যুর পরেও তাঁর পায়ে লোহার বেড়ী ছিল। তাঁর বিধবা মা সাবিত্রী দেবী একই অপরাধে দণ্ডিত হয়ে একই জেলের মহিলা বিভাগে ছিলেন।
পূর্ববর্তী:
« রামকৃষ্ণ গোসাঁই
« রামকৃষ্ণ গোসাঁই
পরবর্তী:
রামকৃষ্ণ তর্কতীর্থ, মহামহোপাধ্যায় »
রামকৃষ্ণ তর্কতীর্থ, মহামহোপাধ্যায় »
Leave a Reply