রামকৃষ্ণ গোসাঁই। জগন্মোহিনী নামক বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তক। বাঙলার মুসলমান অধিকার কালে বর্তমান ছিলেন। এই সম্প্রদায়ের লোকেরা নিৰ্গুণ উপাসক। গুরুকেই তারা সাক্ষাৎ পরমেশ্বর বলে স্বীকার করেন। ধর্মসঙ্গীতই তাদের একমাত্র অবলম্বন। রামকৃষ্ণ-রচিত কিছু নির্বাণ সঙ্গীত আছে।
পূর্ববর্তী:
« রামকুমার বিদ্যারত্ন
« রামকুমার বিদ্যারত্ন
পরবর্তী:
রামকৃষ্ণ চক্রবর্তী »
রামকৃষ্ণ চক্রবর্তী »
Leave a Reply