রামকুমার নদী (১৮৩৩ — ?) বেজুরা—শ্ৰীহট্ট। ১৪ বছর বয়সে দাতাকৰ্ণ নামে একটি যাত্রাপালা রচনা করেন। অর্থে পার্জনের জন্য শিলচর যান। এখানে থাকা কালে ইংরেজী শেখেন, সঙ্গে সঙ্গে সঙ্গীতচর্চাও করেন। তিনি ‘নিমাই সন্ন্যাস’, ‘উমার আগমন’, ‘ভগবতীর জন্ম ও বিবাহ’ প্ৰভৃতি ১১ টি যাত্ৰা-পালা, ‘কলঙ্কভঞ্জন’, ‘লক্ষ্মীসরস্বতীর দ্বন্দ্ব’ ও ‘বোধন’ নামে ৩টি পাঁচালী রচনা করেন। তাঁর রচিত অন্যান্য গ্ৰন্থ: ‘বীরাঙ্গনা পত্ৰোত্তর কাব্য’, ‘উষোদ্বাহ কাব্য’, ‘নবপত্রিকা কাব্য’, ‘মালিনীর উপাখ্যান’ (উপন্যাস), ‘গণিততত্ত্ব’, ‘কীৰ্তন মানসী’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« রামকিশোর তর্কচূড়ামণি
« রামকিশোর তর্কচূড়ামণি
পরবর্তী:
রামকুমার বিদ্যারত্ন »
রামকুমার বিদ্যারত্ন »
Leave a Reply