রামকানাই দত্ত (১৮৫২ — ?) সুলতানপুর-ত্রিপুরা। উমানাথ। ওকালতি পাশ করে ১৮৭৩ খ্রী. ব্ৰাহ্মণবাড়িয়ায় ওকালতি শুরু করেন। পরে সরকারী উকিল হন। স্থানীয় মিউনিসিপ্যালিটির কমিশনার ও ভাইস-চেয়ারম্যান ছিলেন। ১৯০১ খ্রী. এডওয়ার্ডের নামে উচ্চ ইংরেজী বিদ্যালয়, ১৯০৮ খ্রী. ‘উপাসনা সমাজ’ এবং বিপন্ন-সেবার জন্য ‘সেবক সেনা’ নামে দেবার্থী দল গঠন করেন। ‘দীনবনন্দিনী’, ‘মণিপুর বিভ্ৰাট’, ‘বিল্বমঙ্গল’ প্রভৃতি নাট্যগ্রন্থ এবং ‘ক্ষেপারাম’, ‘নবব্রহ্মোপাসনা’, ‘হাসান-হোসেন’, ‘ভারত জুবিলী’, ‘অভিষেকোচ্ছ্বাস প্রভৃতি গ্রন্থের রচয়িতা। ১৩০০ ব. ত্রিপুরার প্রথম মাসিক পত্রিকা ‘ঊষা’ প্ৰকাশ করেন।
পূর্ববর্তী:
« রামকমল সেন
« রামকমল সেন
পরবর্তী:
রামকান্ত মুন্সী »
রামকান্ত মুন্সী »
Leave a Reply