রামকমল ভট্টাচাৰ্য (১৮৩৪ — ১১-৬-১৮৬০) কলিকাতা। রামজয় তর্কালঙ্কার। সিনিয়র বৃত্তি পরীক্ষায় সংস্কৃত কলেজের ছাত্রদের মধ্যে প্রথম হন। এখানে সাহিত্য, অলঙ্কার, দর্শন, ইংরেজী সাহিত্য, গণিত ইত্যাদি বিষয়ে শিক্ষালাভ করেন। বিদ্যাবত্তার জন্য তৎকালীন সমস্ত খ্যাতনামা ব্যক্তির সঙ্গে পরিচিত হন। ১৮৫৭ খ্রী. নর্মাল স্কুলে প্রধান শিক্ষকের পদ গ্রহণ করেন। চক্ষুরোগের জন্য পড়াশুনা অসম্ভব হলেও, যা কিছু রচনা তা তিনি এই সময়েই করেন। ইউক্লিডের পদ্ধতি প্ৰাচীন এবং বোঝার পক্ষে কালক্ষয়ী মনে হওয়ায় জ্যামিতি-বিষয়ক নূতন গ্ৰন্থ রচনায় মনোনিবেশ করেন। নর্ম্যাল স্কুলের ছাত্রদের জন্য বেকনের কয়েকটি বাছাই সন্দর্ভ রচনা তাঁর দ্বিতীয় প্রচেষ্টা। তাছাড়া আরও কয়েকটি অপ্ৰকাশিত গ্ৰন্থ আছে। নানা কারণে তিনি আত্মহত্যা করেন। প্ৰখ্যাত পণ্ডিত ও শিক্ষাব্ৰতী কৃষ্ণকমল তাঁর অনুজ।
পূর্ববর্তী:
« রামকমল ন্যায়রত্ন
« রামকমল ন্যায়রত্ন
পরবর্তী:
রামকমল সিংহ »
রামকমল সিংহ »
Leave a Reply