রামকমল ন্যায়রত্ন (১৫-৯-১২১২ – ১২৬৮ ব.) নৈহাটি-চব্বিশ পরগনা। শ্ৰীনাথ তর্কালঙ্কার। নৈহাটির শেষ প্ৰথিতনামা নৈয়ায়িক। তাঁর ছাত্রদের মধ্যে খানাকুল-কৃষ্ণনগরের বারাণসী বিদ্যালঙ্কার ও ক্ষীরপাই-এর শ্ৰীরাম শিরোমণির নাম উল্লেখযোগ্য। তাঁর নব্যন্যায়ের পত্রিকা ছিল।
পূর্ববর্তী:
« রাম বসু
« রাম বসু
পরবর্তী:
রামকমল ভট্টাচাৰ্য »
রামকমল ভট্টাচাৰ্য »
Leave a Reply