রাধিকামোহন মৈত্ৰ (? — ১৬-১০-১৯৮১) প্ৰখ্যাত সরোদিয়া। ‘আষাঢ় ক্লাব’কে উপলক্ষ করে প্রত্যেক বছর রাজশাহীতে ভারতের প্রথম শ্রেণীর গাইয়ে বাজিয়েরা সমবেত হতেন। যদিও আষাঢ় ক্লাবের নেপথ্যে ছিলেন তাঁর পিতা এবং শহরের অন্যান্য বিশিষ্ট মানুষ তবুও এই অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বভার ছিল তাঁর উপর। ‘স্বতন্ত্র’ সংস্থারও তিনি প্ৰাণস্বরূপ ছিলেন। ‘স্বতন্ত্র’র উদ্যোগেও প্ৰাকস্বাধীনতা যুগের বহু বিখ্যাত গুণিজন রাজশাহীতে গিয়েছেন। তাঁর প্রথম রেকর্ড হয়েছে। স্বাধীনতার আগে। সে রেকর্ডে সঙ্গত করেন কেরামাতুল্লা খাঁ। জহরলাল নেহরুর আমলে অনিলকুমার চন্দের নেতৃত্বে ভারত থেকে যে সাংস্কৃতিক মিশন চীনে গিয়েছিল। সেই দলে তিনিও ছিলেন। পরবর্তী সময়ে একবার অস্ট্রেলিয়াতে বাজাতে গিয়েছিলেন। রচিত গ্ৰন্থ: ‘যন্ত্রসঙ্গীত প্ৰবেশিকা’।
পূর্ববর্তী:
« রাধিকাপ্ৰসাদ গোস্বামী
« রাধিকাপ্ৰসাদ গোস্বামী
পরবর্তী:
রানী চন্দ »
রানী চন্দ »
Leave a Reply