রাধিকাপ্ৰসাদ গোস্বামী (১৮৬৩ — ১৯২৪) বিষ্ণুপুর। লব্ধপ্রতিষ্ঠ পাখোয়াজবাদক জগৎচন্দ। পিতৃবন্ধু সুবিখ্যাত যদুভট্ট ও বিষ্ণুপুরের স্বনামধন্য সঙ্গীতজ্ঞ অনন্তলাল তাঁর সঙ্গীত-শিক্ষার গুরু। ১৫/১৬ বছর বয়সে কলিকাতায় এসে বেতিয়া ঘরানার খ্যাতনামা ধ্রুপদী শিবনারায়ণ মিশ্র ও গুরুপ্ৰসাদ মিশ্রেীর কাছে প্ৰায় ১৫ বছর সঙ্গীত শিক্ষা করেন। এসময় গুরুপ্ৰসাদের কাছে কিছু খেয়াল গানও শেখেন। আদি ব্ৰাহ্মসমাজে সঙ্গীতের মাধ্যমে সমষ্টিগতভাবে প্রার্থনার ভিত গড়ে তোলার কাজে মহর্ষি দেবেন্দ্ৰনাথ তাকে ঐ প্রতিষ্ঠানে সঙ্গীতাচাৰ্যপদে আহ্বান করেন। এখানে তাঁর অবদান এক নূতন অধ্যায়ের সৃষ্টি করে। রবীন্দ্রনাথও তাঁর পৃষ্ঠপোষক ছিলেন এবং তাঁকে দিয়ে বহু গানে সুরযোজনা করিয়েছেন। উত্তর ভারতের সঙ্গীতমহলেও সমাদৃত ছিলেন। কাশিমবাজারের মহারাজ মণীন্দ্ৰচন্দ্ৰ নদীর আহ্বানে কয়েক বছর বহরমপুরে বাস করেন। সেখানে মহারাজা স্থাপিত সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। কলিকাতা পাথুরিয়াঘাটার প্রসিদ্ধ সঙ্গীত-পৃষ্ঠপোষক ভূপেন্দ্রকৃষ্ণ ঘোষের বাসভবনে কয়েক বছর কাটান এবং এখানে তিনি নিজে একটি সঙ্গীত বিদ্যালয় স্থাপন করেন। সঙ্গীতজ্ঞ জ্ঞানেন্দ্ৰপ্ৰসাদ (১৯০৬–৪৮) তাঁর ভ্রাতুষ্পুত্র ও সঙ্গীতের ছাত্র।
পূর্ববর্তী:
« রাধারাণী লাহিড়ী
« রাধারাণী লাহিড়ী
পরবর্তী:
রাধিকামোহন মৈত্ৰ »
রাধিকামোহন মৈত্ৰ »
Leave a Reply