রাধারমণ বিদ্যাভূষণ, কাব্য-ব্যাকরণতীর্থ (১৮৭৫ — ১৯৩৬) পশ্চিমপাড়—কোটালিপাড়া, ফরিদপুর। রামকমল চক্রবর্তী। ফরিদপুর ও বরিশাল জেলায় কিছুদিন শিক্ষকতা করার পর ১৯০২ খ্রী. কলিকাতার মেট্রোপলিটান কলেজে সংস্কৃতের অধ্যাপক নিযুক্ত হন। ১৯৩৬ খ্রী. অবসর গ্রহণের সময় তিনি ঐ বিভাগের প্রধান ছিলেন। সংস্কৃত সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ও বহুদিন তাঁর সহ-সভাপতি ছিলেন। ‘বঙ্গবাসী’ ও ‘হিতবাদী’ পত্রিকায় তাঁর বহু প্ৰবন্ধ ও শাক্তগীতি প্ৰকাশিত হয়েছে।
পূর্ববর্তী:
« রাধারমণ দত্ত
« রাধারমণ দত্ত
পরবর্তী:
রাধারাণী লাহিড়ী »
রাধারাণী লাহিড়ী »
Leave a Reply